Header Ads Widget

( Play Store) প্লে স্টোর কাজ না করলে কি করব ?

প্লে স্টোর কাজ না করলে কি করবেন .?

আপনি কি Android Mobile ব্যাবহার করেন?



উত্তর যদি হ্যা হয়, তাহলে এই পোস্ট টি আপনার জন্নই।

যে কোন কিছুই ব্যাবহার করার সময় কিছু না কিছু প্রব্লেম ফেস করতে হয়।

আপনি যেহেতু Android Mobile ব্যাবহার করেন,সেহেতু এই Android Mobile ব্যাবহার করার সময় ও অনেক প্রব্লেম ফেস করতে হতে পারে।


Android Mobile এর অনেক প্রব্লেম‌এর মধ্যে একটি হল Play store Error.

অর্থাৎ, Play Store কাজ করে না।

তো, যখন আপনার Play Store কাজ করবে না তখন কি করবেন? হ্যা, আজ এটা নিয়েই আলোচনা করব।

তখন কি করবেন? যখন আপনার প্লে স্টোর কাজ করবে না?

তাহলে দেখে নিন প্লে স্টোর কাজ না করলে কি করবেন।

আমরা যারা Android Mobile ব্যাবহার করি,তাদের কাছে সব চাইতে পরিচিত শব্দ টা প্লে স্টোর।

আমরা যে কোন অ্যাপ বা গেম ইন্সটল করতে আগে প্লে স্টোর এ যাই।

তো,যখন আপনার মোবা এর প্লে স্টোর কাজ করবে না।

তখন আপনার প্রথম কাজ হবে,

1. Clear Cache

হ্যা, ক্যাশ ক্লিয়ার করতে হবে।

বেশিরভাগ সময় এই প্রব্লেম টাই দেখা যায়।

আপনি যদি Cache Clear করতে পারেন,তাহলে করে নিন।

আর যদি না পারেন তাহলে নিচের স্টেপ ফলো করুন।

Cache Clear করার জন্য আপনাকে প্রথম এ সেটিং এ যেতে হবে।

তারপর Apps নামক অপশন টা খুজে বের করতে হবে।

তারপর Apps নামক অপশন এ ক্লিক করতে হবে। 

এবার অ্যাপ সেকশন থেকে All সিলেক্ট করুন।

তারপর Google Play Store অ্যাপ টি খুজে বের করুন।

তারপর Google Play Store এর উপর ক্লিক করুন।

তারপর Clear Cache নামক অপশন দেখতে পারবেন। 


এবার Clear Cache তে ক্লিক করুন।


কাজ শেষ।

তবে আপনি চাইলে Data Clear করতে পারেন।

কারন অনেক সময় ডাটা বেশি হওয়ার কারনেও প্রব্লেম ফেস করতে হয়।

টা ডাটা ক্লিয়ার করতে Clear Data. তে ক্লিক করুন।

এর পরেও যদি কাজ না করে তাহলে,

2. Google Account remove করুন।

আমরা যখন প্রথম প্লে স্টোর ওপেন করি, তখন আমাদের জিমেইল একাউন্ট দিয়ে লগিন করা লাগে।

এখন যদি, আপনার প্লে স্টোর কাজ না করে তাহলে আপনি আপনার জিমেইল একাউন্ট টি রিমুভ করে আবার অ্যাড করে দেখতে পারেন।

আপনি যদি জিমেইল একাউন্ট রিমুভ করতে পারেন,তাহলে করে নিন।

আর যদি না পারেন তাহলে নিচের স্টেপ ফলো করুন।

জিমেইল একাউন্ট রিমুভ করতে হলে, আপনাকে প্রথম এ সেটিং এ যেতে হবে।

তারপর একাউন্ট নামের অপশন পাবেন।

তারপর একাউন্ট এ ক্লিক করে গুগল সিলেক্ট করতে হবে।

এবং প্লে স্টোরের জন্য আপনি যে অ্যাকাউন্ট ব্যবহার করেন তা 3dot menu বা আপানার ডিভাইসের মেনু সফট বাটন থেকে রিমুভ করে দিন। এবার আপনার ডিভাইসটি রি বুট করে পুনরায় গুগল অ্যাকাউন্ট দিয়ে প্লে স্টোরে লগইন করুন।

তো, আশা করি কাজ করবে।

কিন্তু এর পরেও যদি কাজ না করে, তাহলে আপনার জন্য ফাইনাল টিপস।

3. Factory Data Reset

উপরে যে পদ্ধতি গুলোর কথা বলছি তার সবগুলো ট্রাই-চেষ্টা করার পরেও যদি আপনার সমস্যা থেকেই যায়, তাহলে.শেষ যে সমাধান রয়েছে তা হল আপনার ডিভাইসের ফ্যাক্টরি ডাটা রিসেট।

 তবে,সতর্কতার সাথে মনে রাখবেন যে আপনি যদি ফ্যাক্টরি ডাটা রিসেট করেন তাহলে আপনার ডিভাইসের কন্টাক্ট-মেসেজ সহ সবকিছুই হারিয়ে যাবে.।

তাই প্রয়োজনীয় ডাটা অবশ্যই ব্যাকআপ করে তারপর কাজ শুরু করুন, ব্যাকআপ নেয়ার পর ফ্যাক্টরি রিসেট দেয়ার জন্য settings> Backup and Reset এ যেয়ে Factory Data Reset সিলেক্ট করুন।

কিছুক্ষনের মধ্যেই আপনার ডিভাইসটি রিসেট হয়ে রিবুট হবে.।

তো. আশাকরি এখন আপনার প্লে স্টোর কাজ করবে.।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ