ফেসবুক আইডি হ্যাক হচ্ছে কেন? ও তার প্রতিকার।

ফেসবুক আইডি হ্যাক হওয়ার অন্যতম কারণ হলো, সঠিক ব্যবহার না জানা এবং প্রযুক্তিগত জ্ঞানের অভাব। দেখা যাচ্ছে বিশেষ করে মাদ্রাসার ছাত্র ও হুজুরদের আইডি হ্যাক করা হচ্ছে এবং অশ্লীলতা ছড়ানো হচ্ছে, যা আসলেই সে আইডিগুলোর সঙ্গে মানায় না। আমাদের ফেসবুক হাই সিকিউরিটি করার জন্য কয়েকটি পদক্ষেপ দেওয়া হল সেগুলো মানলে অবশ্যই ফেসবুক একাউন্টটি হ্যাক করতে পারবে না।

এর পিছনে দুটি কারণ হতে পারে

 ১/তাদেরকে সমাজের মানুষের কাছে ছোট করা 
 ২/এই আইডিগুলোকে অন্য কাজে ব্যবহার করা হচ্ছে 

 আইডি নিরাপদ রাখার উপায়

1.ফেসবুক আইডি লক করে রাখতে হবে 
2.টু ফেক্টর অথেনটিকেশন সিকিউরিটি এলার্ট চালু রাখতে হবে 
3.বিভিন্ন অফার মুলক ওয়েব সাইটে গিয়ে ফেসবুক আইডি লগইন করা যাবে না
4.ফোন ব্যবহার করতে করতে হঠাৎ অ্যাড আসে সেই এড গুলোতে যে অ্যাপ ডাউনলোড করতে বলা হয় সেই অ্যাপ গুলো ডাউনলোড করা যাবে না। সেই অ্যাড গুলো এড়িয়ে চলতে হবে 
5.প্লে স্টোর ব্যতীত অন্য কোন সোর্ছ থেকে অ্যাপ ইনস্টল করা যাবে না 
6.ফোনে কোন Apk থাকলে আন্সটল করে দিতে হবে 
7.অজানা সবরকম লিংক এড়িয়ে চলতে হবে 
8.অন্যের ফোনে আইডি লগইন করে রাখা যাবে না 🙏 জনকল্যানে পোস্টটি সবার মাঝে শেয়ার করে দিন ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Cookies Consent

This website uses cookies to offer you a better Browsing Experience. By using our website, You agree to the use of Cookies

Learn More