Header Ads Widget

কিভাবে অরজিনাল ভিটমেট ডাউনলোড করবেন ফ্রিতে।

 তো বন্ধুরা আজকে আপনাদের সামনে টপ বাংলা‌ ট্রিক্স এ নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম যা আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন অথবা ফটো দেখে বুঝতে পেরে গেছেন,





তো বেশি কথা বলার নেই সরাসরি চলে যাব আজকের মূল পোস্টে

আমরা অনেকেই জানি যে ভিটমেট প্লে স্টোর থেকে কখনই ডাউনলোড করা সম্ভব না কারণ সেখানে অসংখ্য ভিটমেট রয়েছে কোনটি আসল কোনটি নকল চিনার কোন উপায় নেই । তো 

কিভাবে ডাউনলোড করবেন

ডাউনলোড করার অনেক উপায় আছে 
১.গুগলে সার্চ করলে পেয়ে যাবেন।
২. তাদের অফিসিয়াল Vidmateapp.com সাইটে ডাউনলোড লিংক পাবেন।
৩. এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
৪. প্লে স্টোর থেকেও খুঁজে ডাউনলোড করতে পারবেন তবে অনেক খোঁজা-খুঁজির পর পাবেন।
ডাউনলোড করার পর

কিভাবে ইন্সটল করবেন

ইনস্টল করার জন্য আপনাকে কিছু করা লাগবে না শুধুমাত্র ডাউনলোড হওয়ার পর যখন ইনস্টল এ ক্লিক করবেন তখন যে ব্রাউজার থেকে কাজটি করতেছেন ঐ ব্রাউজার একটি ইন্সটল পারমিশন চাইবে, শুধু পারমিশনটা এলাও করে দিবেন তাহলে কাজ শেষ, এখন দেখবেন ইন্সটল হয়ে গেছে।

তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের পোস্টটে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আর টপ বাংলা ট্রিকস নিয়মিত ভিজিট করবেন।
খোদা হাফেজ

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ