(নতুন) বাংলা আর্টিকেল লিখে আয় করার ভালো একটি সাইট

 বাংলা আর্টিকেল লিখে আয় করার ভালো একটি সাইট বন্ধুরা, সকলকে স্বাগতম জানাচ্ছি, আজকের এই আর্টিকেলে। টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ যে, আজকের এই আর্টিকেলের বিষয়বস্তু কি? হ্যাঁ, বন্ধুরা, আজকের আলোচনা আর্টিকেল লিখে আয় করা সম্পর্কে। আমরা অনেকেই অনলাইনে আয় করতে চাই। কিন্তু, অনলাইনে আয় করতে গেলে নানান বাঁধার সম্মুখীন হতে হয়। অনেক সাইট আছে যা, আমাদের দ্বারা কাজ করিয়ে নেয়, কিন্তু পেমেন্ট করে না। ফলে আমাদের মধ্যে অনেকেই পেমেন্ট নিয়ে চিন্তায় থাকি। বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই।





কারণ, আজকে আমি তোমাদের সামনে এমন একটি সাইট নিয়ে কথা বলব, যে সাইট ১০০% বিশ্বস্ত, ১০০% পেমেন্ট দেয়। তোমরা যে সাইটে এই আর্টিকেলটি পড়ছ, সেরকমই আর্টিকেল রাইটিং একটি সাইটের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব।

আমার ‌পেমেন্ট প্রুফ দেখুন। 






তো চল দেরি না করে, সাইটটির নাম বলে, তার সম্পর্কে ডিটেইলসে সব কিছু বলা শুরু করা যাক। সাইটটির নাম Wapmet.Com এই সাইটটি একটি বাংলা ও ইংরেজি আর্টিকেল লিখে আয়ের সাইট। এই সাইটে আপনারা বাংলা ইংরেজি আর্টিকেল  লিখে টাকা আয় করতে পারবে।




এই সাইটে তোমাদের লেখা প্রত্যেক আর্টিকেল থেকে অনেক টাকা আয় করতে পারবে। এখানে পেইড ভিউতে ১ টাকা থেকে ২ টাকা পেতে পারো । অর্থাৎ, তোমাদের লেখা আর্টিকেলে যদি ১০০০ ইউনিক ভিউ হয়, তবে তোমরা ৩০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত পেতে পারো তাছাড়া পেইড ভিউতে আরো বেশি টাকা । বুঝতেই পারছ, এখানে পে পার ভিউ কত বেশি।




এখানে তোমাদের লেখা পাবলিশ হয়ে গেলে, তোমরা তা বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে। কারণ, এতে ভিজিটর এর সংখ্যা বৃদ্ধি পাবে। আর ভিজিটর বৃদ্ধি মানে ভিউ বেশি। আর ভিউ বেশি মানে টাকা বেশি। এই সাইটে আর্টিকেল লিখা ছাড়াও রেফারেল করে তোমরা টাকা আয় করতে পারবে। চল দেখে নিই, সাইটটির বিষয়বস্তু সম্পর্কে।




১) এই সাইটে রেজিস্ট্রেশন করার সাথে সাথে তোমরা ড্যাশবোর্ড পেয়ে যাবে । ড্যাশবোর্ড থেকে পোস্ট করতে পারবেন । রেজিস্ট্রেশন করতে নিচের লিংকে ক্লিক কর।

https://blog.wapmet.com/register


২) এরপর আর্টিকেল লিখে আয় করা শুরু করতে হবে। আর্টিকেল লেখার জন্য এখানে নির্দিষ্ট ক্যাটাগরি রয়েছে। কি কি বিষয়ে আর্টিকেল লিখা যাবে তা নিচে দেওয়া হলো।




Tech,sports .business.health,lifestyle.food.travel.cooking,freelancing.entretainment.jobs.education.online income.mobile banking.tips and tricks.tutorial.software. etc......




৩) এরপরে তোমাদেরকে তোমাদের আর্টিকেল লেখার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে।




ক) তোমাদের লেখা অবশ্যই ইউনিক হতে হবে। অর্থাৎ, অন্য কোনো সাইটে লেখা নেই বা অন্য কোথাও এই লেখাটি নেই, তা নিশ্চিত করতে হবে। অন্য কোনো সাইট থেকে তোমরা লেখা কপি করে এখানে পেস্ট করলে, সেই লেখা গ্রহণ করা হবে না। তাই অবশ্যই কপি পেস্ট মুক্ত লেখা লিখতে হবে। অবশ্য, অন্য কোনো লেখা থেকে তোমরা ধারণা নিতে পারো।


খ) তোমাদের নিজস্ব লেখা, কিন্তু তোমরা অন্য কোনো সাইটে সেই লেখা প্রকাশ করেছ, আবারও সেই লেখা এখানে লিখে সাবমিট করছ, তাহলে সেই লেখা গ্রহণ করা হবে না। অবশ্য, একই টপিকের লেখা তোমরা নিজের ভাষায় লিখে সাবমিট করতে পারো। তবে, মনে রাখতে হবে, তোমাদের একটি লেখা যেন বিভিন্ন সাইটে নাম পালটিয়ে না সাবমিট করা হয়। একই টপিকের লেখা তোমরা নতুন করে, সৃজনশীলতা মিশিয়ে লিখতে পারো।


গ) তোমাদের লেখা অবশ্যই ৪০০ ওয়ার্ডের হতে হবে। কখনোই তোমরা ৪০০ ওয়ার্ডের নিচে লেখা সাবমিট করবে না। তোমরা চাইলে ৫০০, ৬০০ এভাবে ১০০০ ওয়ার্ডও লিখতে পারো।


ঘ) অবশ্যই অবশ্যই একটি ইউনিক ফিচার ইমেইজ যুক্ত করতে হবে। তোমাদের লেখার টাইটেল অনুযায়ী তোমাদেরকে একটি সুন্দর ইমেইজ আপলোড করতে হবে।


ঙ) তাছাড়া, এমন কোন আর্টিকেল লেখা যাবে না যে আর্টিকেলটি মানুষের কোন প্রয়োজনে আসে না। যে আর্টিকেলটি মানুষের কোন প্রয়োজনে আসে না সে আর্টিকেল থেকে কোন বেনিফিট আশা করা যায় না।


চ) আর হ্যাঁ, অবশ্যই বাংলা ও ইংরেজি ২টি ভাষায় লিখতে পারবেন । তাছাড়া অন্য কোনো ভাষায় আর্টিকেল লিখলে, তা এখানে গ্রহণযোগ্য না হতে ও পারে । তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সব বুঝতে পেরেছ। এবার একাউন্ট খোলার পালা। একাউন্ট খোলার জন্য নিচের লিংকটি তে প্রবেশ করুন, 

এখানে ক্লিক করুন

আজকে বিদায় নিচ্ছি বাই

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Cookies Consent

This website uses cookies to offer you a better Browsing Experience. By using our website, You agree to the use of Cookies

Learn More