ডোমেইন কি? what is domain?

 ডোমেইন কি?( What is Domain?) 






(যারা জানেন না হোস্টিং কি? , তারা এই পোস্ট পড়ুন)

অবশ্যই এটা একদম নতুনদের জন্য।

 যারা জানেন না, তাদের জন্য।






Domain ইংরেজি শব্দ যার বাংলা অর্থ স্থান। আপনি যদি একটি Website খুলতে চান তবে ইন্টারনেটে আপনাকে একটি স্থান তথা Domain কিনতে হবে।



 আপনার অফিসে যদি কেউ আসতে চায়, তবে তাকে এর ঠিকানা জানতে হবে ।


 Website এর ক্ষেত্রে এই ঠিকানাটা হচ্ছে তার নাম যাকে বলা হয় Domain Name ।


এই Domain Name ই আপনার

website কে অনন্যভাবে আইডেন্টিফাই করবে ।



 বিশ্বের সবাই website কে চিনবে এবং একসেস করবে এ নাম ব্যবহার করে ।





যেমন ধরুন প্রত্যেক. মানুষের একটি নাম আছে। এই নামেই তার পরিচয় করে থাকে । ডোমেইন নাম অনেক টা মানুষের নামের মতই ।



 ডোমেইন নেম এবং মানুষের নামের মদ্ধে পার্থক্য হচ্ছে মানুষের নাম ইউনিক নয় অর্থাৎ একটি নাম একাধিক মানুষের থাকে । কিন্তু ডোমেইন নেম সম্পূর্ণ ইউনিক অর্থাৎ একটি ডোমেইন পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই, ঠিক মোবাইল নাম্বারটাকে উদাহরণ হিসেবে দেখতে পারেন, যেমন আপনার ফোন নাম্বারের সাথে আর কারো নাম্বারের হুবাহু মিল নেই ।





একটি ডোমেইন নাম আপনার ওয়েবসাইট নাম। একটি ডোমেইন নাম ঠিকানা যেখানে ইন্টারনেট ব্যবহারকারীরা আপনার ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারেন। ইন্টারনেটে কম্পিউটার সনাক্ত এবং সনাক্ত করার জন্য একটি ডোমেন নাম ব্যবহার করা হয়। কম্পিউটার আইপি ঠিকানা ব্যবহার করে, যেমন: 192.168.0.1


যা একটি সংখ্যা সিরিজ।


কিন্তু, মানুষের সংখ্যা সংকেত মনে রাখা কঠিন।


 এই কারণে, আইপি ঠিকানাগুলির পরিবর্তে ডোমেইন নেইম ব্যাবহার করা হয়।



যেমন: উদাহরন হিসেবে দেখতে পারেন,

 http://www.google.com


এটি একটি Domain Name.





 আবার Domain Name এর পরিবর্তে আইপি এড্রেস ব্যবহার করেও আপনার ওয়েব সাইটে প্রেবেশ করতে পারবে বা যে কোন ওয়েব সাইট ভিজিট করা যায় ।




 আইপি এড্রেস সাধারণত সংখ্যায় থাকে ।

যেমন; 10.196.001.002 একটি আইপি এড্রেস ।





একটি ওয়েবসাইটে বেশ কিছু অংশ থাকে ।

 যেমন:

 http://www.google.com


একটি ডোমেইন নেম ।



এখানে, “http://” অংশটুকু হচ্ছে প্রোটোকল, “www.” হচ্ছে Hostname, “google” হচ্ছে প্রতিষ্ঠানের নাম/ডোমেইন নেম/2nd Level Domain এবং “.com” অংশটুকু হচ্ছে ডোমেইন এক্সটেনশন ।


(www=world wide web)


অর্থাৎ একটি সাইটের গঠনঃ প্রোটোকল//:ওয়েব.ডোমেইন নেম.ডোমেইন এক্সটেনশন ।





একটি ওয়েবসাইট এর সকল ফাইল একটি সার্ভার (কম্পিউটার) এ থাকে। প্রত্যেক সার্ভার এর একটি নির্দিষ্ট IP Address (Internet Protocol Address) থাকে। যার মাধ্যমে ঐ সার্ভারকে ইন্টারনেট এ খুঁজে পাওয়া যায়। 

যেমন ওয়েবসাইট এর সার্ভারের IP Address হতে পারে : 170.198.168.212

কিন্তু এভাবে তো আর সব ওয়েবসাইট এর IP Address মনে রাখা সম্ভব না। এই সমস্যা দূর করে দেয় Domain ।

একটা Domain এর জন্য IP Address সেট করা থাকে। ফলে সেই Domain লোড করলে ঐ ওয়েবসাইট লোড হয়।


আর একটা কথা,



Domain Name এর মধ্যে সর্বনিম্ন 3 টি অক্ষর থাকতে হবে আর সর্বোচ্চ 63 টি অক্ষর থাকতে পারবে । 

শুধু ইংরেজি অক্ষর ০-৯ পর্যন্ত সংখ্যা আর ( -“-” -)(Hyphen) Domain Namer ভিতর ব্যাবহার করা যাবে।






আপনার যদি একটি ব্যাবসা প্রতিষ্ঠান বা যে কোন প্রতিষ্ঠান থাকে তাহলে আপনার একটি ওয়েবসাইট দরকার হবে, যদি আপনি প্রতিষ্ঠান কে ডিজিটাল রুপ দিতে চান।


আর একটি ওয়েবসাইট তৈরির প্রথমেই যা আলোচনায় আসে তা হচ্ছে এই ডোমেইন কি হবে।


Domain Name সব সময় প্রতিষ্ঠান এর নামের সাথেই মিল রেখে রাখা উচিত।


আর SEO ( Search Engine Optimization) ফ্রেন্ডলি ডোমেইন এর জন্য যত সম্ভব সংখ্যা( 72993) আর হাইপেন বাদ দিতে হবে।


কিন্তু অনেক সময় প্রতিষ্ঠান এর নামের সাথে মিলিয়ে ডোমেইন পাওয়া যায় না,

তখন হাইপেন ব্যাবহার করা যেতে পাড়ে।



ডোমেইনের বিভিন্ন ধরনঃ


Domain আবার কয়েক ধরনের হয়ে থাকে।


প্রথমেই আমরা কথা বলব টপ লেভেল ডোমেইন নিয়ে।



TLD = Top Level Domain


এই ধরনের ( Top Level Domain) ডোমেইন বেশি ব্যাবহার করা হয়।





 যেমনঃ .com, .org, .net, .info ইত্যাদি।


এগুলো হচ্ছে Top Level এর Domain ।



SEO( Search Engine Optimization) এর হ্মেত্রে Top Level Domain খুব জরুরি।



Top Level Domain দিয়ে খুব তাড়াতাড়ি র‍্যাংক পাওয়া যায়।


Top Level Domain এর মধ্যে .com এক্সটেনশন কে Search Engine বেশি দাম দেয়।



.com এক্সটেনশন দিয়ে SEO তে ভালো ফল পাওয়া যায়।



এর পরেই আসে GTLD এর কথা,


GTLD = Generic Top Level Domain




যেমন: .com, .org, .net, .info ইত্যাদি এগুলো Generic Top Level Domain




TLD আর GLTD এর মধ্যে প্যাচ লেগে যাচ্ছে?


তাহলে একটু জিরান,

আর প্রান জিরা পানি খান।


Top Level Domain গুলোতে কোন দেশের সাথে সংশ্লিষ্ট না তাদেরকে GTLD বলে ।



যেমন: .com, .org, .net, .info ইত্যাদি এগুলো Generic Top Level Domain


 আর.bd, .in, .pk ইত্যাদি Generic Top Level Domain নয়।



আশা করি এবার ব্যাপার টা বুঝেছেন।



এর পর আছে SLD,



SLD = Sub Level Domain





 Domain Name এর। আগে কিছু থাকলে তাকে, Sub Level Domain বলে.।



যেমন : blog.google.com


 এখানে blog. হচ্ছে Sub Level Domain ।


 একটা Domain এ একাধিক Sub Level Domain থাকতে পারে। যেমন: blog.google.com


 account.google.com



 adsense.google.com


ইত্যাদি ।


আরো আছে CCTLD,



CCTLD = Country Code Top Level Domain




বিভিন্ন দেশের নিজস্ব যেই ডোমেইনগুলো থাকে সেগুলো হচ্ছে Country Code Top Level Domain.


যেমন: আমাদের দেশ ( বাংলাদেশ) এর কান্ট্রি কোড BD তাই আমাদের County Code Top Level হল: . bd



আমার আমাদের পাশের দেশ ( ভারত) এর কান্টি কোড হল: in


তাই ভারত এর Country Code Top Level Domain হল: . in



আবার পাকিস্তানেও সেইম।


কান্ট্রি কোড : pk


Country Code Top Level Domain হল: . pk ইত্যাদি। 

নিয়মিত পোস্ট পেতে আমাদের topbanglatricks.blogspot.com সাথে থাকুন 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Cookies Consent

This website uses cookies to offer you a better Browsing Experience. By using our website, You agree to the use of Cookies

Learn More