সকল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার নিয়ম

সকল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার উপায় ।



মোবাইল ফোন অফারেটর গুলো গ্রাহকদের মোবাইলের ব্যালেন্স শেষ হয়েগেলেও যাতে জরুরীপ্রয়োজনে কল এসএসএস অথবা ডাটা ব্যবহার করতে পারে তার জন্য একটি-ফিচার চালু রেখেছে যার নাম ইমার্জেন্সি ব্যালেন্স


অথ্যাৎ গ্রাহকরা তাদের ব্যালেন্স ১০ টাকার নিচে অথবা জিরো হলেগেলে একটি নির্দিষ্ট কোড ডায়াল করার মাধ্যমে অফারেটরের কাছ থেকেকিছু ব্যালেন্স লোন হিসেবে নিতে পারবে


যা পরবর্তী প্রথম রিচার্জে -গ্রাহকদের .ব্যালেন্স থেকে কেটে নেয়া হবে.।


 বর্তমানে সকল মোবাইল অফারেটর তাদের নিজস্ব কিছু শর্ত সাপেক্ষে গ্রাহকদেরকে ইমার্জেন্সি ব্যালেন্স সুবিধা দিচ্ছে।


 আর এই পোস্টে আমরা সমস্ত মোবাইল অফারেটরের গ্রাহক রা কিভাবে ইমার্জেন্সি. ব্যালেন্স নিবেন তা জানবো

সমস্ত সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার উপায়ঃ 

গ্রাহকরা .তার অফারেটর .অনুযায়ী নির্দিষ্ট .কোড ডায়াল করে ইমার্জেন্সি- ব্যালেন্স নিতে পারবেন।


 আসুন জেনে নেয়া যাক কোনসিমে কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নিবেন।

  • গ্রামীণফোনে ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার জন্য ডায়াল করুন
  •  *121*1*3#   
  •  রবিতে ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার জন্য ডায়াল করুন *123*007#
  •  এয়ারটেলে ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার জন্য ডায়াল করুন  *141#
  • বাংলালিংকে ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার জন্য ডায়াল করুন *874#
  • টেলিটকে ইমার্জেন্সি-ব্যালেন্স নেয়ার জন্য ডায়াল করুন *1122# 






একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

Cookies Consent

This website uses cookies to offer you a better Browsing Experience. By using our website, You agree to the use of Cookies

Learn More