যেভাবে ওয়ার্ডপ্রেস একাউন্ট তৈরি করবেন

বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। 


আমিও আলহামদুলিল্লাহ  ভালো আছি। আমার পোস্টে আপনাদের স্বাগতম।

 আজকের লেখার বিষয় তো পোস্ট এর টাইটেল দেখেই বুঝে গিয়েছেন ‌ । হ্যাঁ আজকে বলবো কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন? তা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। 

প্রথম স্টেপ: ওয়েবসাইট ক্যাটাগরির নির্বাচন।

প্রথমে নির্বাচন করবেন আপনি কি ধরনের সাইট তৈরি করবেন। যেমন ব্লগ সাইট, সোশ্যাল মিডিয়া সাইট, বিজনেস ইত্যাদি। এখন আপনি ভাবুন কোন ধরনের সাইট তৈরি করবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেসে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি ব্লগ সাইট দিয়ে শুরু করবেন। সাধারণত ব্লগ সাইটের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস বেশি ব্যবহার হয়। তাহলে বেগিনারদের জন্য প্রথমেই একটি ব্লগ সাইটের তৈরির জন্য আমি সাপোর্ট করব। 

দ্বিতীয় স্টেপ: ডোমেইন নির্বাচন। 

যেহেতু আপনি একটি ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট তৈরি করতে যাচ্ছেন সেখানে আপনাকে একটি ডোমাইন নির্ধারণ করতে হবে। যেমন .com, .biz, .xyz , .top ইত্যাদি। এছাড়াও আরও অনেক ধরনের ডোমেইন আছে যেগুলা ফ্রিতে এবং কিনে নিতে হয়। আপনি যদি ইনকামের উদ্দেশে শুরু করতে চান তাহলে অবশ্যই পেইড ডোমেন নিবেন। আর যদি ট্রাই করার জন্য নিয়ে থাকেন তাহলে অবশ্যই ফ্রি ডোমেইন নিবেন। যেমন .tk,.ga,.ml ইত্যাদি। এগুলো নেওয়ার জন্য আপনি অনেক ধরনের সাইট পাবেন। গুগল সার্চ করে ও এই সাইটগুলোকে খুঁজে পেতে পারেন। আমি ফ্রি ডমেন্ট নিয়েছি এমন একটি সাইট হল Freenom.com

 তৃতীয়া স্টেপ:ডোমেইন রেজিস্টার। 

আপনি যদি আর্নিং এর জন্য নিয়ে থাকেন অবশ্যই পেইড ডোমেইন রেজিস্টার করবেন। আর চেষ্টা করার জন্য ফ্রি ডোমেইন। মনে রাখবেন ডমেন রেজিস্টার করার সময় এমন একটি নাম দিবেন যেটা আপনার সাইটের ক্যাটাগরির সাথে মিলে। অর্থাৎ সাইটের ক্যাটাগরির সাথে মিল রেখে ডমেইন নেম দিবেন।

 চতুর্থ স্টেপ: হোস্টিং রেজিস্টার। 

মনে রাখবেন আপনি যেই নামে ডোমেন নিয়েছেন সেই নামে হোস্টিং রেজিস্টার করতে হবে। তা না হলে ডোমেইন আর হোস্টিং মিলবে না। তাই আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য হোস্টিং কিনবেন। 

পঞ্চম স্টেপ: নেইম সার্ভার অ্যাড। 

হোস্টিং প্যানেলের নাম, সার্ভার কপি করে. ডোমেইন সার্ভারে বসিয়ে দিয়ে সেট করে দিন। 

ষষ্ঠ স্টেপ:। 

ওয়ার্ডপ্রেস ইন্সটল আপনার ওয়েবসাইটের হোস্টিং প্যানেলে যান। প্যানেলে অনেকগুলো অপশন খুঁজে পাবেন যার মধ্যে softclus installer অথবা WordPress install এরকম কিছু অপশন খুঁজে পাবেন ‌। সেখানে ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিবেন। ইন্সটল করার আগে অবশ্যই কিছু ইনফরমেশন দিয়ে একটি ফরম পূরণ করতে হবে। এভাবেই খুব সহজে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

 আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। বাংলা ভাষায় নিত্য নতুন সকল ধরনের ট্রিক এবং টিপস পেতে আমার সাইটে ভিজিট করুন। অবশ্যই কমেন্টে জানাবেন পোস্টটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Cookies Consent

This website uses cookies to offer you a better Browsing Experience. By using our website, You agree to the use of Cookies

Learn More