ইনস্টাগ্রামে অন্যের হিস্ট্রি দেখুন গোপনে

 আসসালামু আলাইকুম

Instagram 


 ইনস্টাগ্রাম আমরা অনেকেই ব্যবহার করি। আজকের ট্রিক্স টি ইনস্টাগ্রাম অন্যের হিস্ট্রি তাকে না জানিয়ে দেখার টিপস।

 হোয়াটসঅ্যাপে অনেকদিন আগেই এই সুবিধাটা ছিল। লুকিয়ে অন্যের স্ট্যাটাস দেখতে পারবেন যে কেউ। অর্থাৎ যার স্টেটাস সে নিজেও জানবে না যেন আপনি তার স্ট্যাটাস দিয়ে দেখেছেন। তবে instagram এ আসছে তেমনি এক নতুন ফিচার যার মাধ্যমে আপনি খুব সহজেই অন্যের স্টোরি লুকিয়ে লুকিয়ে দেখতে পারবেন। 

ইনস্টাগ্রাম মেটার অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। এবার লুকিয়ে লুকিয়ে অন্যের স্ট্যাটাস দেখার এই নিয়মটি তারাও চালু করেছে।জানামতে .

তিনটি কৌশল আছে:

১# প্রথমে আপনার এন্ড্রয়েড ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ টি খুলুন ‌। এসট্রি অর্থাৎ ভিডিও লোড হাতে কিছুটা সময় লাগবে কিছুটা সময় দিন। প্রায় তিন থেকে চার মিনিট অপেক্ষা করুন। এবার ফোনের এয়ারপ্লেন মোড অন করে দিন। এয়ারপ্লেন মোড অন থাকাকালীন অবস্থায় কারো ইনস্টাগ্রাম স্টোরি দেখলে ইউজার তা জানতে পারবে না।

 ২# যে স্টোরিতে দেখতে চাইছেন সেটাতে ক্লিক না করে আইজি স্টরি সেকশনটিতে ক্লিক করুন। যে স্টোরিতে ঢুকেছেন তা ফরজ করে রাখুন বা থামিয়ে দিন তারপর সেটিকে শোয়াইফ করে বাঁ দিকে টেনে আনুন। এক্ষেত্রে যে স্টোরি তুই গোপনে দেখতে চান তা খুব শুকনো হাতে দে এবার বাঁদিকে ড্রাগ করে আনতে হবে। অর্থাৎ এই সময়টায় আপনি দুটি স্টোরির মাঝখানে রয়েছেন এবার যে স্মৃতি দেখতে চান সেটি দেখে নিতে পারবেন সে ইউজার বিষয়টি জানতেও পারবে না। 

৩# গুগল ক্রোম আইজি স্টোরি ইন্সটল করে নিন ইনস্টাগ্রাম এর ওয়েব ভার্সন থেকে এবার লগইন করুন chrom extension থেকে instagram story দেখলে ইউজারের কাছে কোন নোটিফিকেশন যায় না। অর্থাৎ আপনি গোপনীয়ভাবে তাহার হিস্ট্রি দেখতে পারবেন। এই তিনটি উপায়ে আপনি ইনস্টাগ্রামে ইউজারের হিস্ট্রি গোপনে দেখতে পারবেন। 

তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ধরনের টিপস এবং ট্রিকস পেতে নিয়মিত আমাদের সাইটটিতে ভিজিট করুন। আল্লাহ হাফেজ 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Cookies Consent

This website uses cookies to offer you a better Browsing Experience. By using our website, You agree to the use of Cookies

Learn More